Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সূচি প্রকাশের পর ভেন্যু পরিবর্তন!

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গতবারের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে গতবারের তৃতীয় স্থান অর্জনকারী দল আবাহনী আগামী ২৮ মে। ম্যাচটির গুরুত্ব বিবেচনা করে প্রাইম দোলেশ্বর-আবাহনীর ম্যাচটি ওইদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল সিসিডিএম’র। ৯ম রাউন্ডের জন্য নির্ধারিত সূচিতে সেটাই ছিল উল্লেখ। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ক্লাবগুলো এবং মিডিয়াকে সেই সূচিই ই-মেইলে পাঠিয়ে দেয়া হয়েছিল। অথচ, গত ১৬ মে প্রেরিত ফিকশ্চারটি অপরিবর্তিত রেখে গতকাল সিসিডিএম ৩টি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এনেছে সিসিডিএম! বিগ ম্যাচের উত্তাপ থাকছে প্রাইম দোলেশ্বর-আবাহনীর ম্যাচে, অথচ সেই ম্যাচটির ভেন্যু মিরপুর থেকে বিকেএসপিতে স্থানান্তর করা হয়েছে। ফতুল্লা থেকে প্রাইম ব্যাংক-কলাবাগান একাডেমির ম্যাচটির ভেন্যু পরিবর্তিত হয়ে স্থানান্তর করা হয়েছে মিরপুরে। মোহামেডান-সিসিএস’র ম্যাচটির ভেন্যু  বিকেএসপি থেকে স্থানান্তর করা হয়েছে ফতুল্লায়!
সূচি প্রকাশ করে, ভেন্যু পরিবর্তনের নজির সিসিডিএম স্থাপন করায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে প্রাইম দোলেশ্বর ক্লাব। ক্লাবটির যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন সে বিস্ময়ই প্রকাশ করেছেন-‘দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকে বলেই বড় ম্যাচ মিরপুরে হবে, এটাই স্বাভাবিক। আবাহনীর বিপক্ষে আমাদের ম্যাচটি মিরপুরে হবে, ফিকশ্চারে এটাই ছিল। অমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অথচ, কোনো কারণ না দেখিয়ে সিসিডিএম ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে বিকেএসপিতে ম্যাচটি আয়োজন করবে বলে আজ (গতকাল) আর একটি ফিকশ্চার পাঠিয়েছে। জানি না কেন ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সিসিডিএমের সদস্য সচিবকে ফোন করে উত্তর পাইনি। প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটর এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা যখন শিরোপা লড়াইয়ে আছি, বড় ম্যাচ মিডিয়ার সামনে খেলতে চাই, তখন গুরুত্বপূর্ণ ম্যাচটি মিরপুর থেকে স্থানান্তর করে বিকেএসপিতে পাঠানো হচ্ছে কেন? হঠাৎ করে ভেন্যু পরিবর্তন অনেক সন্দেহের অবতারণা করলো।’
ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটর আমিন খানের ব্যাখ্যাÑ‘৮ রাউন্ডের মধ্যে কলাবাগান একাডেমি মাত্র ১টি ম্যাচ মিরপুরে খেলেছে। ওদেরকেও তো সমান সুযোগ দিতে হবে, তাই প্রাইম ব্যাংক-কলাবাগান একাডেমির ম্যাচ মিরপুরে স্থানান্তর করতে হলো। আমরা চাই সূচিতে প্রতিটি দলের ম্যাচ সংখ্যার সমবণ্টন।’  
তবে আমিন খানের এই যুক্তিটা কিন্তু টিকছে না ধোপে। কারণ, হয়ে যাওয়া ৮ ম্যাচের মধ্যে আবাহনী এবং প্রাইম দোলেশ্বরও মাত্র ১টি করে ম্যাচ খেলেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেখানে আগামী ২৮ মে কলাবাগান একাডেমির বিপক্ষে পরিবর্তিত সূচিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের খেলা দেয়া হয়েছে, সেই প্রাইম ব্যাংক কিন্তু ইতোমধ্যে ৩টি ম্যাচ খেলে ফেলেছে মিরপুরে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সূচি প্রকাশের পর ভেন্যু পরিবর্তন!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ