মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ২০১৭ সাল থেকে দায়িত্বরত উইলিয়ামসনকে বুধবার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সদ্য বিদায়ী প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) বৈঠকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে সংক্রান্ত এক আলোচনার তথ্য ফাঁস করে দিয়েছেন। গেভিন উইলিয়ামসন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের সবচেয়ে সিনিয়র মন্ত্রীরা দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য। প্রয়োজনে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুরুত্বপ‚র্ণ কর্মকর্তাদেরও এর বৈঠকে ডাকা হয়। বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন খোদ প্রধানমন্ত্রী। সরকারের সবচেয়ে গোপনীয় ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা হয়।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গত সপ্তাহের বৈঠকে হুয়াওয়ে-কে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেয়া নিয়ে কথা বলেন মন্ত্রীরা। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।