বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুরে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে তাদের সাময়িক বরখাস্থ করা হয়।
সাময়িক বরখাস্থরা হলেন, এসআই আব্দুল আওয়াল, এসআই আনোয়ার, এএসআই রুহুল আমিন, এএসআই কামরুল ইসলাম এবং কনস্টেবল আল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে। এর আগে সোমবার বিকালে তাদের প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত রোববার রাতে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে অধূমপায়ী ব্যবসায়ী খোকন মিয়াকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করতে যান গৌরীপুর থানা পুলিশের ওই সদস্যরা। এক পর্যায়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি চালিয়ে একটি পুটলি উদ্ধার দাবি করে তাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহ হলে তারা পুলিশকে চ্যালেঞ্জ করে তাদের আটক রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।