পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুরআনের খিদমতকারী হওয়ার আশা নিয়ে হিফজখানায় ভর্তি হয়েছিলেন হাফেজ হাফিজুর রহমান (২২)। নিজের চেষ্টা ও উসতাদদের সহযোগিতায় অতি অল্প সময়ে হিফজও শেষ করেন মেধাবী এই শিক্ষার্থী। মাঠে নেমে যথারীতি দ্বীনের প্রচারও শুরু করেন উদ্যমী এই কুরআন প্রেমিক। হিফজ শেষে বেশ কয়েকবছর ধরে রমজান মাসে খতম তারাবীও পড়িয়েছেন নিষ্ঠার সাথে। এবছরও পড়ানোর কথা ছিল। কিন্তু হঠাৎ করে এক কঠিন রোগের উপস্থিতি এলোমেলো করে দেয় মেধাবী এই হাফেজের জীবন। চিকিৎসকরা জানান, হাফিজের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। দীর্ঘ পাঁচ মাস ধরে বøাড ক্যান্সারে ভুগে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। বর্তমানে রাজধানীর আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে প্রফেসর ডা. একিউএম মহসিনের তত্ত¡াবধানে চিকিৎসা চলছে হাফিজের। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। নয়তো খুব শীঘ্রই ক্যান্সার ছড়িয়ে পড়বে পুরো শরীরে। ইতোমধ্যে তার মাদরাসা শিক্ষক বাবা ভিটেবাড়ি বিক্রি করে ছেলের চিকিৎসায় সব খরচ করে এখন পুরোপুরি নিঃস। এমতাবস্থায় আপনাদের সহযোগিতাই পারে এই কুরআন প্রেমিককে নতুন জীবন দিতে। সবাই হাত বাড়িয়ে দিলেই আবারও দ্বীন প্রচারের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পারবে উদীয়মান এই কুরআন খাদেম। ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান, দানশীল ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ প্রবাশীদের কাছে সহযোগিতা চেয়েছেন বাবা। হাফেজ হাফিজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার বসুরহাট গ্রামের । সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আবিদুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি, সঞ্চয়ী হিসাব নং-২০৫০১৩৬৬৭০০১৭৮৬১২, ফার্মগেট শাখা, ঢাকা। বিকাশ নং- ০১৬৮৩৪৫৮৮৭৩
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।