Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামের রাস্তার ধারে ওবামার নৈশভোজ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক সময় যুক্তরাষ্ট্রকে চিরশত্রু বলেই মনে করতো ভিয়েতনাম। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দুই দেশের সম্পর্কের ধরণও। বর্তমানে ভিয়েতনামে ঐতিহাসিক সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আলোচিত এই সফটির সঙ্গে যোগ হয়েছে আলোচনার আরো একটি অনুষঙ্গ। সেটা হলো, ভিয়েতনামের একটি ফাস্টফুডের দোকনে ওবামার রাতের খাবার খাওয়া। দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যান্থনি বোর্দাইনের সঙ্গে কমদামী একটি ফাস্টফুডের দোকানে বসে নুডলস এবং বিয়ারসহ ছয় ধরনের খাবার খেয়েছেন ওবামা। অ্যান্থনি বোর্দাইন তার টুইটারে ওবামার সঙ্গে ভোজের সেই ছবি পোস্ট করার পর তা ব্যাপকভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে রাস্তার ধারের দোকানটিতে ওবামাকে দেখে আশ্চর্য হয়ে যায় দোকানের অন্য ক্রেতারা এবং দোকানের রাঁধুনি। খুব বেশি নিরাপত্তাও নেয়া হয়নি দোকানটির আশপাশে। অন্য ক্রেতারা স্টিলের চেয়ারে বসলেও ওবামার জন্য খালি ছিল একটি প্লাস্টিকের চেয়ার। সেখানে ওবামার উপস্থিতি টের পেয়ে ভিড় জমান কয়েক হাজার লোক। পরে তাদের উদ্দেশে হাত নাড়েন মার্কিন প্রেসিডেন্ট। দোকানের রাঁধুনি জানান, ওবামার খাবারের দাম ছিল ছয় ডলার। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েতনামের রাস্তার ধারে ওবামার নৈশভোজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ