Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রীস ১১.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করবে

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গ্রীসের ঋণদাতাদের সাথে ৩২১ বিলিয়ন ইউরো ঋণ এরমধ্যে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার পরিষোধের একটি চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ব্রাসেলসে গত মঙ্গলবার ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফ্রান্সের অর্থমন্ত্রী মাইকেল সেপিন ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় জানান, আইএমএফের পক্ষ থেকে এটা একটা বড় ছাড় এবং এ ব্যাপারে আমার যুক্তি ছিল যে, এই ঋণ ত্রাণ ব্যবস্থা থেকে পরিষোধের অনুমোদন করা উচিত। তিনি জানান, চুক্তিতে সকল বিষয়ে উল্লেখ করা আছে এবং এ ব্যাপারে গ্রীসের প্রতি সকলের পক্ষ থেকে নমনিয়তা দেখানো হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক আইএমএফ’র দীর্ঘ ১১ ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, গ্রীসের বিলম্বিত ঋণ পরিশোধের একটি পথ বের করে দেয়া। ইউরো অঞ্চলের জাতি জার্মানি ও নেদারল্যান্ড যা আগামী বছরের নির্বাচনে অংশ নেবে তারা মূলত গ্রীসের এ সহায়তায় এগিয়ে আসছে। উল্লেখ্য, গ্রিসের বর্তমান আর্থিক সংকট গোটা দুনিয়ায় প্রভাব ফেলেছে। পরিণামস্বরূপ গ্রিস ইউরোপিয়ান ইউনিয়ন পরিত্যাগ করেছে। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রীস ১১.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ