Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে রুসেফ বিরোধী ষড়যন্ত্রের অডিও ফাঁস পদত্যাগ করলেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেল কোম্পানি পেট্রোবাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেই ব্রাজিলের বিচারাধীন প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র করেছেন দেশটির পরিকল্পনামন্ত্রী রোমেরো জুকা। ফাঁস হওয়া এক অডিও টেপে জুকাকে এমন কথা বলতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পরিকল্পনামন্ত্রী পদত্যাগ করেছেন। বিবিসি জানায়, গত সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ফলহা দো সাও পাওলো অডিও টেপটি ফাঁস করেছে। এখানে রোমোরা জুকাকে বলেন, দিলমা রুসেফকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। সব কিছু বন্ধ করতে এবং সীমা আরোপের জন্য রাজনৈতিক জোট প্রয়োজন। অনেক বিশ্লেষকের মতে, অডিওর মাধ্যমে ব্রাজিলের রাজনৈতিক টালমাটাল অবস্থার কথা বলেছেন রোমেরো জুকা। একই সঙ্গে পেট্রোবাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করার কথাও বলেছেন তিনি। তাদের মতে, রোমেরো জুকা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রান্সপেট্রোর পরিচালক সার্জিও ম্যাকাডোর সঙ্গেও কথা বলেছেন। ওই ব্যক্তি পেট্রোবাসের দুর্নীতিতে অভিযুক্ত। এক সংবাদ সম্মেলনে অডিও টেপের বিষয়টি স্বীকার করলেও এর বিষয়বস্তু বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন রোমেরো জুকা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমি দেশের পরিস্থিতির কথা তুলে ধরেছি। সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন। তবে দিলমা রুসেফের দাবি, এর মাধ্যমে এটিই প্রমাণিত হলো পেট্রোবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রক্ষা করতেই তার বিরুদ্ধে ‘রাজনৈতি ক্যু’ সংঘটিত হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে বাজেটে দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন দিলমা রুসেফ। তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই অভিযোগের বিষয়টি সিনেটে মীমাংসা হবে। বিবিসি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলে রুসেফ বিরোধী ষড়যন্ত্রের অডিও ফাঁস পদত্যাগ করলেন পরিকল্পনামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ