মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কল্পনা করুন তো যদি কানে একজোড়া অলঙ্কার কিংবা হাতে ঘড়ি পরেন, আর এতেই আপনি রক্ষা পেলেন অনাকাক্সিক্ষত গর্ভধারণ থেকে; তাহলে কেমন হবে! শুনতে অদ্ভূত লাগলেও যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক ‘গর্ভনিরোধক গহনা’ তৈরি করেছেন; এই গহনা পরার মাধ্যমে একদিন পরিবার পরিকল্পনা অনেক সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গবেষণার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। স¤প্রতি জর্জিয়ার গবেষকদের নতুন এই উদ্ভাবন জার্নাল অব কন্ট্রোলড রিলিজে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা কানের দুল, হাতঘড়ি এবং অন্যান্য অলঙ্কারে হরমোন ধারণকারী বিশেষ প্যাচ সংযুক্ত করেছেন। এসব অলঙ্কার ত্বকের মাধ্যমে রক্তপ্রবাহ থেকে হরমোন শোষণ করে নেবে। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের নতুন এই উদ্ভাবন এখন পর্যন্ত মানুষের ওপর পরীক্ষা করা হয়নি। তবে বিজ্ঞানীরা নতুন এসব অলঙ্কার শুকর এবং ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন। এতে আশাব্যাঞ্জক ফলাফল পেয়েছেন তারা। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।