মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নাম সুলতান কোসেন। তুরস্কের আঙ্কারাতে থাকেন। উচ্চতা ২৫১ সেন্টিমিটার অর্থাৎ ৮ ফুট ২.৮ ইঞ্চি। ২০১১ সালে এই উচ্চতা মাপে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস সংস্থা। তারও আগে ২০০৯ সালে চিনের একটি সংস্থা তার উচ্চতা মাপে। তখন উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি অর্থাৎ দুবছরে ১.৮ ইঞ্চি উচ্চতা বাড়ে তার। সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পাশাপাশি তার আরও দুটি খেতাব আছে জীবিত মানুষের মধ্যে সবচেয়ে বড় হাত ও সবচেয়ে বড় পা। সুলতানের বাঁ পায়ের দৈর্ঘ্য ৩৬.৫ সেন্টিমিটার এবং ডান পায়ের দৈর্ঘ্য ৩৫.৫ সেন্টিমিটার। আর সুলতানের হাতের দৈর্ঘ্য ২৮.৫ সেন্টিমিটার। তবে এই বিরাট আকৃতির পিছনে রয়েছে একটি বিশেষ মেডিক্যাল কন্ডিশন যাকে বলা হয় পিটুইটারি জাইগান্টিসম বা গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণ। পিটুইটারি গ্ল্যান্ডটি থাকে মস্তিষ্কে। অনেক সময়ে এই গ্ল্যান্ডে টিউমর থাকলে অতিরিক্ত হরমোন নিঃসরণ হয়। জানা গেছে, সুলতানের ১০ বছর বয়স থেকেই এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও এই বৃদ্ধি চলতে থাকে। শেষ পর্যন্ত ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করে সুলতান তার এই হরমোনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না। তবে এতটা লম্বা হওয়া সত্ত্বেও সুলতান ভাঙতে পারেননি এযাবৎ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটির রেকর্ড। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডল। উচ্চতা ছিল ৮ ফুট ১১.১ ইঞ্চি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।