লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনা মো. মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল রোববার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাজিরহাট উপকূল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. দুলালের ছেলে। আহতরা হলেন- ফাহিম, আরিফ ও শামীম। তারা কমলনগরের চর ফলকন ও চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ফাহিম হাজিরহাট থেকে চর লরেন্স যাচ্ছিলেন। পথে উপকূল কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীর ওপর উল্টে পড়েন। এতে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফাহিম ও মিলনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অপর দু’জনকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা নেওয়ার পথে মিলনের মৃত্যু হয়।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।