Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এবার রমজানে নিত্যপণ্যের দাম ১ টাকাও বাড়বে না। বরং বর্তমান দামের চেয়ে অন্তত ১ টাকা হলেও কমবে। গতকাল রোববার দুপুরে ডিএসসিসির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সাঈদ খোকন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মেয়র বলেন, এবার আমাদের পর্যাপ্ত পরিমান মজুদ রয়েছে। যা দিয়ে আসছে রমজানের পর পূজাতেও সরবরাহ করতে পারব। সুতরাং আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য- বিশেষ করে ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও আটাসহ অতি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য কোনোক্রমেই গত বছরের চেয়ে এবছর বাড়বে না।
খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্য মেয়র বলেন, ডিএসসিসির আওতাধীন এবং জনবহুল এলাকার কাঁচাবাজারগুলোতে দ্রব্যের মূল্য যাতে লাগামহীন না হয় সেজন্য মনিটরিংয়ের আওতায় আনা হবে।
এসময় সিটি গ্রæপের চেয়ারম্যান ফজলুর রহমান, বাজারে বিভিন্ন প্রকারভেদে ছোলা বিক্রি হয়। যেগুলো দেখতে একেবারেই পরিষ্কার সেগুলো ৯০-৯৫ টাকা ধরে বিক্রি হয়। যা বিক্রি হয় বা ক্রেতার সংখ্যা ৫-৭ শতাংশ। কিন্তু যেসব ছোলা নরমাল বা দেখতে একটু কালচে সেগুলো পাইকারী ও খুচরা ভেদে ৫৫-৬২ টাকা ব্রিক্রি হয়। এসময় বৈঠকে সিটি গ্রæপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাসেম ও বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলাসহ ব্যবসায়ী নেতা ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ