বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১১ হাজার ৪০০পিস ইয়াবাসহ হেলপারকে গ্রেফতারের পর সোহাগ পরিবহনের একটি এসি বাস জব্দ করেছে র্যাব। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এএসপি মোঃ মাশকুর রহমান জানান, বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। র্যাবের একটি দল ফেনী লালপুলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। বাসটিকে তল্লাশীর জন্য সংকেত দিলে ড্রাইভার গাড়িটিকে র্যাবের চেকপোস্টের সামনে থামায়। তাৎক্ষনিক র্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশী শুরু করলে গাড়ির হেলপার দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা হেলপার মোঃ জসিম উদ্দিনকে (২২) আটক করে। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সামনে আটককৃত ব্যক্তির দেহ তল্ল¬াশী করে এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে উক্ত বাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো আরো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বাসের হেলপারের চাকুরী করার আড়ালে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয় করে বাসের মাধ্যমে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলো। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা এবং জব্দকৃত বাসের মূল্য দ্ইু কোটি টাকা বলে জানায় র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।