Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেরেজের ওপর চটেছেন সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

শিরোপাশূন্য মৌসুম কাটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। দলের অবস্থাও নাজুক। গেতাফের বিপক্ষে গোলশূণ্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ব্যর্থতার বেড়াজাল থেকে যেন বেরই হতে পারছে না গ্যালাক্টিকোরা। তাতে দলটির সমর্থকরাও বেশ ক্ষুব্ধ। ভক্ত-সমর্থকরা এর দায় চেপেছেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ঘাড়ে।

গেতাফের বিপক্ষে ম্যাচের পর সমর্থকরা ব্যানার নিয়ে ক্লাবের সামনে বিক্ষোভ করে। ব্যানারে বিভিন্ন অভিযোগ লেখা ছিল। এ সময় তারা রিয়ালের সভাপতি পেরেজকে পদত্যাগ করার অনুরোধ করেন। যত দ্রুত সম্ভব পেরেজকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার কথাও বলেন রিয়াল সমর্থকরা।

চলতি মৌসুমে একের পর এক কোচ বদলেছেন পেরেজ। গত মৌসুমে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার পেছনেও পেরেজকে দায়ী করা হচ্ছে। দলে রোনালদোর জায়গা পূরণে বিশ্বমানের কোনো খেলোয়াড় না আনার ব্যর্থতারও দায় দেয়া হচ্ছে পেরেজকে। লা লিগায় শিরোপা হাতছাড়া, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার দায়ও পড়েছে পেরেজের ঘাড়ে।
অবশ্য আসছে মৌসুমের জন্য ভালোমতই প্রস্তুতি নিচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। চেলসি থেকে বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বার্নাব্যুতে যোগদান এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে গণমাধ্যম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেরেজের ওপর চটেছেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ