Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কার পাচ্ছে ২৪ কারখানা

আজ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস : প্রসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাণী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস আজ রোববার। দিবসটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ।
এদিকে পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ পাচ্ছে ২৪টি কারখানা। পাঁচটি খাতের এই কারখানাগুলোকে পুরস্কারের জন্য মনোনীত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ রোববার সকাল ৭ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কদ্বীপ সজ্জিতকরণ করা হয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে স্মরণিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শিল্প এলাকায় ট্রাক- শোর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আইএলও এর সিগনেটরি দেশ হিসেবে কলকারখানায় উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের মতো বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে শ্রমিক- মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে ২০১৬ সাল থেকে জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্যাপন করা হচ্ছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি উপলক্ষ্য বিকেলে পুরস্কারপ্রাপ্ত কারখানা মালিকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার-২০১৮’ এর জন্য নিটওয়্যার,ওভেন, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য ও পাটজাত পণ্যের কারখানা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারখানা

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ