Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেল্ট অ্যান্ড রোড ফোরামে তিন চুক্তি সই মিয়ানমারের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

চীনের বেইজিংয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড ফোরামে মিয়ানমার সরকার দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তিপত্র সই করেছে। চায়না-মিয়ানমার ইকনমিক করিডোর (সিএমইসি), বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চুক্তিগুলো সই করা হয়। চুক্তি সই অনুষ্ঠানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চি ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং উপস্থিত ছিলেন। মিয়ানমার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিএমইসি বিষয়ে মিয়ানমারের পরিকল্পনা ও অর্থমন্ত্রণালয়ের সঙ্গে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সমঝোতা স্মারক সই হয়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেল্ট অ্যান্ড রোড ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ