Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গো-মূত্রে নয়, সার্জারিতে সেরেছে প্রজ্ঞার স্তন ক্যান্সার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের ভোপালে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর স¤প্রতি দাবি করেন, গরুর মূত্র খেয়ে তার স্তন ক্যান্সার ভালো হয়েছে। কিন্তু, চিকিৎসক ডা. এসএস রাজপুত তার এ দাবি নাকচ করে বলেছেন, প্রজ্ঞার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। ডা. রাজপুত লখনৌয়ের রাম মানোহার লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসের একজন কার্ডিওভাস্কুলার সার্জন। ভারতের দ্য হিন্দু পত্রিকাকে ডা. রাজপুত বলেন, ‘২০০৮ সালে মুম্বাইয়ের জেজে হাসপাতালে প্রথম আমি প্রজ্ঞার অস্ত্রোপচার করি। ওই সময় তার ডান বুকে একটা টিউমার ছিল। এরপর টিউমারটি আবার দেখা দিলে ২০১২ সালেও আমিই আবার প্রজ্ঞার অস্ত্রোপচার করি।’ তিনি জানান, প্রজ্ঞার স্টেজ-১ পর্যায়ের মারাত্মক ক্যান্সার হয়েছিল এবং সার্জারির সময় টিউমারের সঙ্গে সঙ্গে তার ডান স্তনের এক-তৃতীয়াংশ ফেলে দিতে হয়েছিল। ডা. রাজপুত আরও বলেন, ‘২০১৭ সালে প্রজ্ঞার জামিন হলে রাম মানোহার লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেসে সার্জারির মাধ্যমে তার দুটি স্তনই কেটে ফেলা হয়।’ গো-মূত্র খাওয়ায় ক্যান্সার সেরে গিয়েছিল সাধ্বী প্রজ্ঞা যে দাবি করেছিলেন, চিকিৎসকের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত। দি হিন্দু, ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গো-মূত্রে নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ