Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জাতিসংঘের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইন্ডিয়ানাতে ন্যাশনাল রাইফেলে অ্যাসোসিয়েশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন। প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে জাতিসংঘে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তিটি পাস হয় ২০১৩ সালে। এতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অস্ত্র রপ্তানি বন্ধ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ব্যবহৃত হতে পারে, এমন গন্তব্যে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওবামা আমলে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন কখনোই জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি সংশোধন করবে না। আমরা আমাদের স্বাক্ষর ফিরিয়ে নেব। আমেরিকা এই চুক্তি প্রত্যাখ্যান করছে সে বিষয়ে আনুষ্ঠানিক নোটিস শিগগিরই জাতিসংঘ পাবে।’ তিনি বলেন, ‘আমার প্রশাসনের আওতাঅয় আমরা কখনোই আমেরিকার স্বার্বভৌমত্বকে অন্য কারো কাছে সমর্পণ করবো না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র বাণিজ্য চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ