মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের সেনাবাহিনীর হেফাজতে থাকা তিনজন জাতিগত রাখাইনের মৃত্যু এবং তাদেরকে গোপনে পুড়িয়ে ফেলার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে রাখাইন বিদ্রোহীদের সাথে সঙ্ঘাত তীব্র হওয়ার প্রেক্ষিতে সামরিক বাহিনীকে দায়মুক্তি দেয়ার আশঙ্কাও বাড়ছে। জাতিগত রাখাইন বৌদ্ধদের আরও বেশি স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি (এএ)। এই রাজ্যে ২০১৭ সালে সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধন অভিযান চালিয়েছিল। এএ’র একটি গ্রুপ পুলিশ পোস্টে হামলা চালানোর পর গত জানুয়ারিতে এএ ও সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। সশস্ত্র বাহিনী ভারি অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের মুখোমুখি হয়েছে এবং লড়াইয়ে এমনকি জঙ্গি বিমানও ব্যবহার করা হচ্ছে। এই যুদ্ধের ফলে ২০ হাজারের বেশি জাতিগত রাখাইন ঘরবাড়ি ছাড়া হয়েছে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।