রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর দুমকি উপজেলার সন্তোষদী এলাকায় ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী এমভি সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় মহিষবোঝাই স্টিলবডি ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর মনির (৪০) ও নুরল আলমের (৬০) লাশ ওই নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আহত চালক আবদুল খালেক পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজন মহিষের ব্যবসায়ী ও ট্রলার মালিক।
গতকাল শনিবার বেলা ১২ টায় নদীর ২০ ফুট পানির নীচ থেকে ডুবুরি দল লাশ দুটি উদ্ধার করে। ডুবুরি দলের টিমলিডার গিয়াস উদ্দিন জানান, শনিবার ভোররাত সাড়ে তিনটায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা যাত্রীবাহী এমভি সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় মহিষ বোঝাই ট্রলার থেকে ব্যবসায়ী মনির ও ট্রলার মালিক নুরল আলম নদীতে পড়ে মারা যান।
দুমকি থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।