মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র সরকার এখন থেকে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভিসা দেবে না৷ এমনই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন মুলুকে অবৈধভাবে থাকা নাগরিকদের ফেরত না নেয়ায় পাকিস্তানের উপর এমন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷
এর আগে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কোপে পড়েছে দশটি দেশ। ২০০১ সালে ঘানা ও গায়ানা, ২০১৬ সালে গাম্বিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিট্রিয়া, গায়ানা ও সিয়েরা লিওন এবং ২০১৮ সালে সর্বশেষ মায়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে পাকিস্তানিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তপ্ত হচ্ছে পাক রাজনীতি৷ বিভিন্ন ব্যবসায়িক লেনদেন ও উচ্চশিক্ষার জন্য বহু পাকিস্তানি ভিসা নিয়ে আমেরিকায় যেতে ইচ্ছুক৷ সেই প্রক্রিয়ায় বিরাট বাধা পড়ে গেল৷ মার্কিন সরকারের ভূমিকায় চিন্তিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁর কূটনৈতিক পদক্ষেপ ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে৷
পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে৷ এতে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র৷ ওয়াশিংটনের তরফে বারে বারে ইসলামাবাদকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।