Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেখানে পাবেন টাইগারদের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৭:৪৭ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ২৭ এপ্রিল, ২০১৯

প্রথমবারের মতো সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সুযোগ মিলছে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি সংগ্রহে রাখার। বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিকে সহজলভ্য ও সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ নিয়েছে জার্সি বিক্রির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। এ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টুসহ আরো অনেকে।
দুই দেশীয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধীক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বাংলাদেশ দলের জার্সি। ক্রেতা সাধারণের জন্য থাকছে অনলাইট স্টোর থেকেও পছন্দের জার্সি কেনার সুযোগ। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি অনলাইন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করবে। এছাড়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমেও ক্রেতারা জার্সি কিনতে পারবেন। আর সারা দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস।
ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যাওয়া প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। ম্যাচ ভেন্যুতে পাওয়া যাবে বাংলাদেশ দলের জার্সি। আর ম্যাচ ভেনু ও ভেন্যুর বাইরে আইসিসির অফিসিয়াল স্টোরেও টাইগারদের জার্সি বিক্রির পরিকল্পনা করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।
২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে আগামী দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে টাইগারদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর উল্লেখিত সেলস পয়েন্টগুলোতে জার্সি পাওয়া যাবে।
এদিকে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাংলাদেশ দলের ম্যাচ জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ১১৫০ টাকা। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ জার্সি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ