Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাগ নেয়ায় নিষিদ্ধ হেলস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৪:২৩ পিএম

ওয়ানডে বিশ্বকাপের আগে ২১ দিনের জন্য নিষেধাজ্ঞা পেলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। ডোপ টেস্টে উৎরাতে ব্যর্থ হয়েছেন তিনি। ডোপ পরীক্ষায় প্রমানিত হয়েছে গত সপ্তাহে রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছেন হেলস। তাই ২১ দিনের জন্য সবধরনের ক্রিকেটে হেলসকে নিষিদ্ধ করলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
রিক্রিয়েশনাল ড্রাগ নেওয়ার ক্ষেত্রে প্রথমবার মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন হেলস। দ্বিতীয়বারও একই অবস্থা হয় তার। ফলে শাস্তির মুখে পড়তে হয় তাকে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষনা করার আগে হেলসের ড্রাগ নেয়ার ঘটনা ইসিবি জানতো বলে জানায় তারা।
সম্প্রতি হঠাৎ করেই কিছুদিনের জন্য ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষনা দিয়েছিলেন হেলস। দেশের মাটিতে বিশ্বকাপ মিশনে অংশ নিতে অনাগ্রহী হওয়ায় অনেকে সন্দেহ করেন তাকে। বিশ্বকাপকে সামনে রেখে আবার ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্প শুরু হলে সেখানে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেন তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে এবার অনুশীলন ক্যাম্পেও যোগ দিতে পারছেন না হেলস।
২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি বারের বাইরে রাস্তায় বেন স্টোকসকে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন হেলস। সেই ঘটনায় ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পাশাপাশি ১৭ হাজার ডলার জরিমানাও গুনতে হয়েছিলো তাকে। এবার ড্রাগের কারনে নিষেধাজ্ঞার মুখে পড়লেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
৩ মে থেকে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের গ্রীষ্মকালীন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। ঐ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলবে ইংলিশরা। এই ম্যাচগুলোতে হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রাগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ