বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানীর অভিযোগে সোহাগ নামে এক বখাটে গ্রেফতার করেছে পুলিশ। সে ঈশ্বরদীর দিয়ার সাহাপুরের আব্দুল গফুরের পুত্র। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ তাকে দিয়ার সাহাপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
ঈশ্বরদী থানা সূত্র জানায়,একই এলাকার এক এইচএসসি পরীক্ষার্থীকে মাঝে মধ্যেই সোহাগ রাস্তায় উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো, প্রেমে না করলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতো। বিগত ১৩ এপ্রিল রাত পৌনে টার দিকে সোহাগ ঐ শিক্ষার্থীর বাড়ির সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালাজ করে ও বাড়ির গেটে ধাক্কা ধাক্কি করে হুমকি দিয়ে আসে। গত শুক্রবার সকাল ১১টার দিকে নতুনহাট মোড় থেকে জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে স্থানীয় লিচু বাগানে নিয়ে শ্লীতাহানী করে ও চর থাপ্পর মারে এবং এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দিলে থানায় অভিযোগ করা হয়। পুলিশ রাতেই সোহাগকে গ্রেফতার করে আজ শনিবার পাবনা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।