Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ যানবাহন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১:১৬ পিএম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন পারাপারের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। এ রুটে বেলা বাড়ার সঙ্গে বাড়ে যানবাহনের চাপ। এর ফলে আজ শনিবার দুপুর ১২টা নাগাদ এ রুটের উভয় ঘাট মিলিয়ে সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০০টি বাস এবং ১৫০টি ট্রাক পারাপারের জন্য রয়েছে। দুপুর ১২টা থেকে যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন, পচনশীল পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে। 
বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। বিকেলের দিকে এ চাপ কমবে বলে আশা করছেন এ কর্মকর্তা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাটুরিয়া-দৌলতদিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ