যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
রমজানুল মুবারক মাসকে স্বাগত জানিয়ে এবং রোজাদারদের সম্মানে আগেভাগেই নিত্যপণ্যের বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে আরব আমিরাতের ব্যবসায়ীরা। এজন্য অধিকাংশ নিত্যখাদ্য পণ্যের দোকান বা বড় বড় সুপার মার্কেটগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার। এমনকি মসজিদগুলোতে নামাজ আদায় শেষে মুসল্লিরা যাওয়ার সময় তাদের হাতেও ধরিয়ে দেয়া হচ্ছে এসব পোস্টার। আবার বাসা-বাড়ির দরজায় বা গেটেও পোস্টার বিতরণ করতে দেখা যায়। যেন মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের অপূর্ব সুযোগ হারাতে চাচ্ছেন না তারা। ফলে রমজান আসার আগেই রোজাদারদের প্রতি ব্যবসায়ীদের আগাম এই অপার শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।
অথচ বাংলাদেশে মাহে রমজান আসার আগে থেকেই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি বারবার তাগিদ দিয়ে আসলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কে শোনে কার কথা। যেন সারা বছর এ মাসটির জন্য অপেক্ষায় থাকেন মুনাফাখোর ব্যবসায়ীরা। আর মাহে রমজান আসার আগেই বিশেষ মূল্যছাড় প্রতিযোগিতায় নেমে পড়েন আরব আমীরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের ব্যবসায়ীরা।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।