মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে চলতি বছরের প্রথম তিন মাসে তালেবান ও অন্যান্য সশস্ত্র গ্রুপের চেয়ে আফগান ও ন্যাটোসহ আন্তর্জাতিক বাহিনীগুলো অনেক বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত বুধবার ইউএন অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারি বাহিনীর হাতে অন্তত ৩০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা এই সময়ে সব মৃত্যুর ৫২.৫ ভাগ। জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় সার্বিকভাবে বেসমারিক মৃত্যুর হার ২৩ ভাগ কম। তাছাড়া ২০১৩ সালের প্রথম কোয়ার্টারের পর এটিই সর্বনিম্ন। আত্মঘাতী আইইডি আক্রমণের সংখ্যা হ্রাস পাওয়ায় মৃত্যু কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার শীত বেশি হওয়ার কারণেও আত্মঘাতী হামলা কম হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।