Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডে পরিবারে যুক্তরাষ্ট্র ও ওমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ৬:২০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কতৃক ওয়ানডে ক্রিকেটের মর্যাদা পেল সহযোগী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওমান। নামিবিয়ার উইন্ডহোকে বুধবার রাতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচে হংকংকে ৮৪ রানে হারিয়ে এই মর্যাদা পায় মার্কিন যুক্তরাষ্ট্র। একই দিনে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে ওমান।
একই সঙ্গে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গী হয়ে লিগ-২’এ পা রাখলো দল দুটি। এই দলগুলো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে একে অন্যের সঙ্গে আড়াই বছরে ৩৬টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা দলগুলো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওডিআই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ