Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলার অভিযোগ ভিত্তিহীন, আমি তার স্বামীকে চিনতামই না -নওশীন

বিনোদন রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১:০১ পিএম

সঙ্গীতশিল্পী মিলা তার সংসার ভাঙ্গার জন্য দায়ী করলেন টেলিভিশন অভিনেত্রী নওশীনকে। গত বুধবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন মিলা। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মিলা নওশীনের বিরুদ্ধে অভিযোগ করে দাবি করেন, নওশীন তার স্বামী পারভেজ সানজারির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সে সম্পর্কের কারণেই নেতিবাচক প্রভাব পড়েছিল মিলার সংসারে। এসময় নওশীনের সঙ্গে মোবাইলে কথা বলার একটি রেকর্ডও শোনান মিলা। রেকর্ডে শোনা যায়, পারভেজ সানজারির সঙ্গে পরিচয় থাকার কথা স্বীকার করছেন নওশীন।
বিষয়টি নিয়ে মিলা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে নওশীনের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশীনের স্বামী হিল্লোলকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। উল্টো সাইবার ক্রাইমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। পরে সাইবার ক্রাইম বিভাগ থেকে আমাকে বলা হয়, এসব নিয়ে প্রকাশ্যে কথা না বলাই ভালো।’
এদিকে মিলার এমন বক্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি নওশীনের। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইনকিলাবের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। নওশীন বলেন, ‘জানি না মিলা তার ব্যক্তিগত জীবনে কেনো আমাকে জড়াচ্ছেন। বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্যও করতে চাই না। কারণ আমি একজন নারী। আর তাই মিলার কষ্টটা অমি বুঝি। মিলা এখন অনেক কষ্টে আছেন। আমার কারণে সে আরো কষ্ট পাক সেটা আমার কাম্য নয়। তবে একটা কথা বলে রাখা ভালো সংবাদ সম্মেলনে মামলার কথা বলেছেন মিলা। আমি নাকি তার বিরুদ্ধে মামলা করেছি। সত্যটা আপনারা খোজ নিলেই জানতে পারবেন। আমি কোনো ধরনের মামলা করিনি তার বিরুদ্ধে। আর মিলার স্বামী (পারভেজ সানজারি) সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কও ছিল না। আমি তাকে চিনতামই না।’
নওশীন আরো বলেন, ‘আমার বিশ্বাস মিলার তার ভুল বুঝবেন এবং অনুতপ্ত হবেন। তাই বিষয়টি নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করতে চাই না। তবে মিলা সংবাদ সম্মেলনে যে রেকর্ডিংটা সংবাদিকদের শুনিয়েছেন। সেটা স্পস্ট ছিলো না বলেও জানতে পেরেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ