Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি এবং অভিনয়ে ব্যস্ত নওশীন

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এক বছরেরও বেশি সময় ধরে ‘রেডিও আম্বার’-এ পরিচালক হিসেবে চাকরি করছেন অভিনেত্রী নওশীন। যদিও একসময় রেডিওতে আরজে হিসেবে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে অভিনয়ে বেশি ব্যস্ত হবার কারণে আরজে পরিচয়টা হারিয়ে যায়। অভিনেত্রী হিসেবেই দর্শকের কাছে পরিচিতি পান। তবে এখন অভিনয় এবং রেডিওর চাকরি সমানতালেই চলছে বলে জানান তিনি। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। এটি রচনা ও পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ। এছাড়া তার অভিনীত আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুস্ময় সুমনের ‘মায়ার বাঁধন’, বি ইউ শুভর ‘লাইফ ইন এ মেট্রো’, মাইনুল হাসানের ‘হাই সোসাইটি’। এদিকে আসছে ঈদ উপলক্ষে ঈদ নাটকের কাজও করছেন তিনি। নওশীন বলেন, রেডিওর চাকরি ও অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এটাই জীবন। জীবনটাকে বেশ উপভোগ করছি। এভাবেই সারাজীবন কাটিয়ে দিতে চাই।



 

Show all comments
  • Akram ১৬ আগস্ট, ২০১৬, ১১:৫৮ এএম says : 0
    valo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি এবং অভিনয়ে ব্যস্ত নওশীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ