Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাও বিশ্বকাপ ‘তারকা’

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় দলের ক্রিকেটার হোক, নারী দল হোক কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলা কোনো প্লেয়ার। যখনই যার ক্রিকেটীয় কোনো সামগ্রীর প্রয়োজন হয়েছে তখনই তাদের সামনে হাজির হয়েছেন তামিম ইকবাল। নিঃস্বার্থভাবে তাদের প্রয়োজন মেটাতে পেরে বরাবরই ভীষণ স্বস্তিবোধ করেন এই টাইগার ওপেনার। তবে এবার কোনো পেশাদার ক্রিকেটার নয়। ক্রীড়া সামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিত ‘বিশেষ ক্রিকেটারদের’ পাশে দাঁড়ালেন তামিম।
আগামী ৩০ মে ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ঠিক তার কিছুদি আগে সেই ইংল্যান্ডেই হতে যাচ্ছে অন্য রকম আরেক বিশ্বকাপ। বিশ্বের ১০টি দেশ নিয়ে ৩ মে শুরু হবে ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’। তাতে অংশ নিচ্ছে বাংলাদেশও। লাল-সবুজের জার্সি গায়ে অংশ নেওয়া এই ৮ ক্রিকেটারকে কেডস ও কিপিং গ্লাভস উপহার দিয়েছেন তামিম। গতকাল দলের সদস্যরা হোম অব ক্রিকেট মিরপুরে এলে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তামিম। সেখানেই এক ফ্রেমে বন্দী হন দুই মেরুর বিশ্বকাপ তারকারা। আগামী ২৮ এপ্রিল সন্ধ্যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দেশসেরা এই ক্রিকেটারের সান্নিধ্য এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ কিছুই!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ‘তারকা’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ