Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে নিয়ে সেমিতে কিরগিজস্তান

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালে জায়গা করে নিলো কিরগিজস্তান। অন্যদিকে টানা দু’হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো সংযুক্ত আরব আমিরাত। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে কিরগিজস্তান ২-১ গোলে হারায় আরব আমিরাতকে। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড বরনবেকভা আইজহান ও মিডফিল্ডার ইয়েসবেক কিজি একটি করে গোল করেন। আমিরাতের পক্ষে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন মিডফিল্ডার সাহদ খালেদ আলজারকান।

কিরগিজদের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো স্বাগতিক বাংলাদেশেরও। আগামীকাল গ্রুপ সেরা হবার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে কিরগিজস্তান। দুই দলেরই সমান পয়েন্ট। তবে বাংলাদেশ গোলগড়ে এগিয়ে থাকায় তুলনামূলক সূবিধাজনক অবস্থানে আছে। কিরগিজস্তানের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-সবুজরা।

এদিকে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩ মে। একদিন পিছিয়ে এই ফাইনাল মাঠে গড়াবে ৪ মে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে। তার উপস্থিত নিশ্চিত করতেই ফাইনাল একদিন পিছিয়ে দিয়েছে আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিতে কিরগিজস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ