বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শ্রীলঙ্কায় গির্জা ও আবাসিক হোটেল, মুসলিমদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে বোমা হামলায় তিন শতাধিক মানুষ নিহত ও ৬০০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, এ হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগান, নিউজিল্যান্ডের মতো এ হামলা ও মৃত্যু আমাদের আঘাত করেছে। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম মানবতার ধর্ম। এমন জঘন্য সন্ত্রাসী হামলার সাথে কোন মুসলমান জড়িত থাকতে পারে না। যারা মুসলিম পরিচয় দিয়ে এ হামলা করেছে, বা মুসলিম স¤প্রদায়ের ওপর চাপানোর চেষ্টা করছে তারা ইসলাম ও মানবতার দুশমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।