মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বিধ্বংসী ও ভূমিতে হামলায় সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার উত্তর আরব সাগরে একটি দ্রæত হামলায় সক্ষম ফাস্ট অ্যাটাক ক্রাফট জাহাজ থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদফতরের বরাতে দ্য ডিপ্লোম্যাটের খবরে এমন তথ্য পাওয়া গেছে। নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রে বৈশিষ্ট্য বিবরণ দিতে গিয়ে এক বিবৃতিতে দেশটি বলছে, ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যথাযথভাবে হামলা চালাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। এতে বলা হয়, জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতার বিশ্বাসযোগ্য প্রমাণ। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প নতুনমাত্রা পেয়েছে। বিবৃতি আরও বলেছে, এ প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতাই ফুটে উঠেছে নতুন এ পরীক্ষার মাধ্যমে। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল খালিম শওকত। প্রকল্পটির প্রকৌশলী ও গবেষকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ডিপ্লোম্যাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।