নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এক ম্যাচ হাতে রেখেই নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বিকেএসপি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপালের একাডেমি দলটি। ৩৯ ওভারে ৯৪ রানে অল আউট হয় তারা। সফরকারী দলের পক্ষে ৭০ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন রোশন। বিকেএসপি’র বোলারদের মধ্যে জিদনি ৫.২ ওভারে ১৩ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বিকেএসপি ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বিকেএসপির জিসান ৬৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। সিরিজের শেষ ম্যাচটি আজ বিকেএসপি’র ২ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।