বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামে গয়াশপুরে অভিযান চালিয়ে খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্য ২০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪৮৭.৭২ গ্রাম সোনার অলংকার উদ্ধার করেছে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক তাজুল ইসলাম জানান, বুধবার সকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পিচ মোড়ের নিকট বিজিবি অভিযান চালায়। সেখানে কিছু চোরাকারবারী ঘোরাঘুরি করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। বিজিবির টহল দল পরিত্যক্ত ব্যাগ খুলে ১০২ টি সোনার তৈরী আংটি, ১০টি চুরি, কানের দুল ১৪ জোড়া ও ৪টি জব্দ করে। সর্বমোট ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বিজিবির পরিচালক তাজুল ইসলাম জানান, আটককৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য হবে ২০,৯০,৭০৬/= টাকা। জব্দ সোনার অলংকার চুয়াডাংগা জেলার ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।