Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে -চাঁদপুরে শিক্ষামন্ত্রী

বি এম হান্নান, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে বলে মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যারা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তাদেরকে দ্রæত শপথ নেয়ার আহবান জানান তিনি।
দীপু মনি বলেন, শপথ গ্রহণ করা জনপ্রতিনিধির অধিকার। সেই সাথে তিনি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এটাই সবার কামনা। দীপু মনি গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনে যারা অংশ নেন তারা মূলত জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই। জনপ্রতিনিধি হলে শপথ নিয়ে সংসদে যাওয়ার কথা, কিন্তু তারা সেটি না করলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে। তাই জনগণ আশা করছেন, তারা দ্রæত শপথ নিয়ে সংসদীয় কর্মকান্ডে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন।
সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এবারের ক্রিকেট লীগে চাঁদপুর জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব ও ইয়ুথ ক্লাব অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।



 

Show all comments
  • Foysal Ahmed ২৪ এপ্রিল, ২০১৯, ১১:১৯ এএম says : 0
    i think opposite
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ