Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খানের বক্তব্য নিয়ে পাকিস্তান সংসদে হট্টগোল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ইরান সফরে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের জের ধরে গতকাল পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে। দেশটির বিরোধী নেতারা তার বক্তব্যের প্রতিবাদ জানালে সংসদে ক্ষমতাসীন এবং বিরোধীদের মধ্যে বাগ্বিতন্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে নামাজের বিরতি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
মঙ্গলবার ডেপুটি স্পিকার কাসেম সূরির পরিচালনায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বিরোধী নেতারা ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ করেন। এ সময় সরকারি সংসদ সদস্যরা তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। দু’পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়ে গোটা অধিবেশনজুড়ে হইচই শুরু হয়। এ সময় ইমরানের পক্ষে-বিপক্ষে স্লোগানও দিতে দেখা যায় অনেককে। পরে ইমরান খানের বক্তব্যের প্রতিবাদে স্পিকারের ডায়াসের সামনে বসে অবস্থান নেয় বিরোধী সংসদ সদস্যরা।
সংসদের অধিবেশনে দেয়া বক্তব্যে মুসলিম লীগের (নওয়াজ) খুররম দস্তগীর বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ইরানে যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি। ইমরান খান তার বক্তব্যে স্বীকার করে নিয়েছেন যে, সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সংগঠনগুলো পাকিস্তানের সৃষ্টি। পাকিস্তান জঙ্গি সংগঠনগুলোকে শেল্টার দেয়। তার এমন বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এ সময় ক্ষমতাসীন দলের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মিজারী বলেন, ইরানে দেয়া ইমরান খানের বক্তব্যটি বুঝতে হলে তার পুরো কথা শুনতে হবে। মুসলিম লীগের শাসনামলে তো মোদিকে পাকিস্তানে দাওয়াত করে আনা হয়েছিল। ইরান এবং পাকিস্তান যৌথভাবে বিচ্ছিন্নবাদীদের দমন করবে। উভয় দেশ এ বিষয়ে একমত হয়েছে।
পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনা রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দাঁড়িয়ে বলেছেন, ইরানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় আমাদের ভূখন্ডকে ব্যবহার করা হয়েছে। এ কথার মাধ্যমে তিনি পাকিস্তানকে ছোট করেছেন। ইদানীং প্রধানমন্ত্রী ইমরান খান বেসামাল কর্থাবার্তা বলছেন। কয়েকদিন আগে বললেন, মোদি ক্ষমতায় এলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে।
কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী মুরাদ সাইদ বিরোধীদের সমালোচনা শুরু করলে এ সময় হট্টগোল শুরু করে। এ সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী সংসদ সদস্যরা এ সময় স্পিকারের ডায়াসের সামনে অবস্থান গ্রহণ করে বিভিন্ন কাগজপত্র ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে ডেপুটি স্পিকার নামাজের বিরতি ঘোষণা করেন। সূত্র : ডন ও এক্সপ্রেস নিউজ।



 

Show all comments
  • Samia Islam Nuha ২৪ এপ্রিল, ২০১৯, ১:০১ এএম says : 0
    সেই বিএনপির অভ্যাস মনে আছে?
    Total Reply(0) Reply
  • Kalam Sen Barua ২৪ এপ্রিল, ২০১৯, ১:০৩ এএম says : 0
    What else can you expect from a Pakistani? This only proves what the world knows about them and their level of education.
    Total Reply(0) Reply
  • Mujibur Rahman ২৪ এপ্রিল, ২০১৯, ১:০৬ এএম says : 0
    না চাইলেও ঠেকানো যাবেনা। ভারতে উগ্র জাতীয়তাবাদের উত্থানেএই অঞ্চলে রাজনৈতিক পরিবর্তন হতেই থাকবে। বার্মা শ্রীলঙ্কায় বৌদ্ধ জাতীয়তাবাদ, ইরানে প্রতিষ্ঠিত হয়েই আছে।আফগানিস্তানে হওয়ার পথে পাকিস্তান বাংলাদেশেও ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। ভারতে বিজেপি সরকার হেরে গেলেও হিন্দু জাতীয়তাবাদ স্থায়ী হবে। উদার গণতান্ত্রীক পশ্চিমা দেশ সমুহেও খৃষ্টান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার পথে।
    Total Reply(0) Reply
  • অনির্বাণ আরিফ ২৪ এপ্রিল, ২০১৯, ১:০৬ এএম says : 0
    গণতন্ত্রের নাম করে ক্ষমতায় বসে বিপ্লবের চিন্তা করার নাম হিপোক্রেসি। এমন হিপোক্রেসির জন্য ই ইসলামপন্থী রাজনীতিকে বাকি বিশ্ব সন্দেহের চোখে দেখে।
    Total Reply(0) Reply
  • Salah Uddin ২৪ এপ্রিল, ২০১৯, ১:০৭ এএম says : 0
    ইমরান খান কি ন্যাটো সন্ত্রাসী আর আফগান মুনাফিকদেরকে ভালো বলল আর মুজাহিদদেরকে খারাপ বলল!?!?!
    Total Reply(0) Reply
  • ঝিঙেগ ফুঁল ঝিঙেগ ফুঁল ২৪ এপ্রিল, ২০১৯, ১:০৭ এএম says : 0
    তার মানে পাকিস্তান তালেবানকে জঙ্গিবাদ বলেছে। নিউজ আপনি বানিয়েছেন নাকি ইমরান খান সত্যিই এমন করে বলেছে???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ