মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা রিপাবলিক দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য ও ননসেন্স রাজনৈতিক বলে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। জাতিসঙ্গে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাইয়ং বলেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম উন জং এর সাথে বৈঠকের আগ্রহের পেছনে ট্রাম্পের যে দুরভিসন্ধি রয়েছে তা পিয়ংইয়ং ভালো করেই জানে। সে কারণে কিম উন কখনোই ট্রাম্পের সাথে বসবেন না। প্রসঙ্গত, ট্রাম্প গত রোববার এক বক্তৃতায় উত্তর কোরীয় নেতার সাথে বৈঠক করার আগ্রহ ব্যক্ত করেছেন। তারই জেরে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলো। ওদিকে, যুক্তরাষ্ট্রকে দেউলিয়া বানাবে ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিলারি বলেন, অর্থনীতি সম্পর্কে ট্রাম্পের নীতি আসলে নিম্ন মজুরি, স্বল্প কর্মসংস্থান আর অধিক ঋণের প্রক্রিয়া ছাড়া আর কিছু না। তাকে সমর্থন করা মানে যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে নিয়ে যাওয়া। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্থায়ী মানুষদের নির্বাসনে পাঠানোর চিন্তা করছে। অথচ তিনি চান সবার জন্য সুশাসন নিশ্চিত করতে। শিশু শ্রমিক, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলোই হিলারির লড়াইয়ের মূল উদ্দেশ্য। তিনি মানুষের অধিকার আদায়ে যুদ্ধ করে যাবেন বলেও উল্লেখ করেছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফের আলোচনায় মুসলিম ইস্যু। আর তাতেই মুখোমুখি দুই দলের শীর্ষ দুই মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। হিলারি বলছেন, মুসলিম ইস্যুতে ট্রাম্পের বক্তব্য উস্কানিমূলক এবং অসম্মানজনক বার্তা। এনডিটিভি, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।