Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন হামলা চলবে : ওবামা

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় তালিবানপ্রধান মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন, এমন খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে যাবে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালিবান নেতাকে হত্যা একটি মাইলফলক বলে জানান তিনি। গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন মনসুর। এদিকে মার্কিন ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি চিকিৎসার জন্য রোববার লন্ডনে পৌঁছে সাংবাদিকদের বলেন, ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে। এদিকে তালিবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনে বৈঠকে করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রোন হামলা চলবে : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ