Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইডোমেনি ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নিচ্ছে গ্রিস

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেসিডোনিয়ো সীমান্তে অস্থায়ী আইডোমনি ক্যাম্প থেকে কয়েক হাজার শরণার্থীদের সরানো শুরু করেছে গ্রিস। গতকাল মঙ্গলবার ভোর থেকেই শরণার্থীদের সরানো শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে। চলতি বছর ফেব্রুয়ারিতে মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দিলে ৮ হাজার শরণার্থী আটকা পড়েন। এরপর সেখানে অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান,শরণার্থীদের সুশৃঙ্খলভাবে সরানোর জন্য পুলিশের যানবাহন ও বাস রাখা হয়েছে। দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলেও শক্তি প্রয়োগ করা হবে না বলে জানানো হয়েছে। আইডোমনি ক্যাম্পে থাকা শরণার্থীদের অধিকাংশই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা। শুধু ঘুমানোর মতো তাঁবুতে থাকার পরও শরণার্থীরা ক্যাম্পটি ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। গ্রিস কর্তৃপক্ষ তাদেরকে দেশের বিভিন্ন স্থানে বেশি সুবিধার ক্যাম্পে যাওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু শরণার্থীরা তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি এতে করে তারা সীমান্ত থেকে আরও দূরে সরে যাবেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ক্যাম্পে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি। তবে বাসভর্তি পুলিশকে ক্যাম্পে যেতে দেখা গেছে এবং হেলিকপ্টার দিয়ে পুলিশ পুরো অভিযানে নজরদারি করছে। গত সোমবার গ্রিস সরকারের মুখপাত্র গিওরগস কাইরিটসিস জানিয়েছেন, সব শরণার্থীদের সরানো হবে। এতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, আইডোমনি ক্যাম্পটি চালিয়ে যাওয়া সম্ভব না। এতে পাচারকারীদের সুবিধা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইডোমেনি ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নিচ্ছে গ্রিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ