মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্যে সংযোগকারী ১৪শ’ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে স্থলপথে যুক্ত হবে ভারত। এ সংযোগ সড়কের ফলে তিন দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়বে বলে মনে করেন থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভগবৎ সিং। সত্তর বছরেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মিয়ানমারে নির্মিত ৭৩টি সেতু ভারতের অর্থায়নে সংস্কার করা হচ্ছে। ভগবৎ সিং ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, যানবাহনের নিরাপদে মহাসড়ক অতিক্রমের জন্য সেতুগুলো সংস্কার করা হচ্ছে। ১৮ মাসের মধ্যে সেতুগুলো সংস্কারের কাজ শেষ হবে। তারপর তিন দেশের মধ্যে সড়ক পথে যান চলাচল শুরু হবে। তাছাড়া, এ মহাসড়কের মাধ্যমে ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত হবে। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।