Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ২৯ লাখ টাকার ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৩:৩৪ পিএম

চট্টগ্রাম নগরীতে ২৯ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। মঙ্গলবার সকালে মহানগরীর বন্দর থানাধীন নিমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন এ অভিযান পরিচালনা করা হয়। মাইক্রোবাসটি ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।
র‌্যাব কর্মকর্তারা জানান, গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেন। এসময় মাদক ব্যবসায়ীরা গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ হাবিজুল মিয়া (৩০) ও মোঃ মাসুদ রানা (৩৫) নামে দুই জনকে পাকড়াও করে।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে মাইক্রোবাসের ভিতরে বিশেষ কৌশলে লুকানো পাঁচ হাজার ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো চ-১১-৮২৯৬) জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নানা কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে তারা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ