Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটি টাকা চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নজরুল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৩:০৫ পিএম

কোটি টাকার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মডার্ন গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী ২২ এপ্রিল রাত পৌনে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় ওই মামলাটি (নং-৬১) করেন। মামলায় উল্লেখ করা হয়, নিজের ক্রয়কৃত জমি তাজ জুটমিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

এতে আসামি করা হয় তার ভাই জহিরুল ইসলাম ও সহযোগী আবদুল খালেক ওরফে জামাই খালেককে। নজরুলের ভাই জহির শিমরইল ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র‌্যাব-১১ সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ