মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রচন্ড গরমের সময় রহস্যময় ও চরম আবহাওয়া সউদী আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বরফ বন্যা সৃষ্টি করেছে। খবরে বলা হয়, আবহাওয়ার এমন আচরণ এ অঞ্চলের আবহাওয়াবিদদের বিস্ময় স্তম্ভিত করেছে। বছরের এপ্রিল মাসে এ অঞ্চলে প্রখর রোদ থাকে। গত সপ্তাহে তিউনিসিয়ার বেশ কয়েকটি অংশে বরফপাত ও মুষলধারে বৃষ্টিপাতে গুরুতর অবস্থার সৃষ্টি হয়।
লেভান্টব্যাপী বন্যা ও ঠান্ডা আবহাওয়ার সাথে বৃষ্টিতে সউদী আরবের রিয়াদে মারাত্মক বন্যা এবং ইউএই’তে শিলাবৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যা ঘটে। একই সময় অত্যধিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ইরানে প্রায় একশত গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। অপরদিকে সউদী আরবের বিরাট এলাকা বরফে ঢাকা পড়ে। এ বরফপাত স্থানীয় অধিবাসীদের বিস্মিত ও বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে। এক পর্যায়ে সউদী আরবে শিলাবৃষ্টি এত প্রচন্ড রূপ নেয় যে তা বরফ বন্যার সৃষ্টি করে।
ইউএই-র জাতীয় আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া বিশেষজ্ঞ ড. আহমাদ হাবিব বলেন, এপ্রিলে উষ্ণ আবহওয়া স্বাভাবিক। এ সময়ে এমন আবহাওয়া একেবারেই বেমানান। গোটা অঞ্চলের জন্য এক অস্থিতিশীলতার কাল।
বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক আবহাওয়া জলবায়ু পরিবর্তনের লক্ষণ হতে পারে। দুবাইয়ের এক জলবায়ু ও পানি মডেলিং বিজ্ঞানী ড. করিম বারগাউই বলেন, বহু দেশেই এবারের এপ্রিল ব্যতিক্রম। যেমন তিউনিসিয়ায় বরফপাত হয়েছে। এটা অস্বাভাবিক বিষয়। কারণ উত্তর আফ্রিকায় পর পর তিন বছর ধরে খরা চলছে।
ইউএই বিশ্ববিদ্যালয়ে জীববিদ্যার সহযোগী অধ্যাপক ড. তাওফিক কেসিসি বলেন, উত্তর ও পশ্চিম আফ্রিকায় আবহাওয়া অস্বাভাবিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।