Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সার্ফিং শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৯, ৮:৩৪ পিএম

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী শুক্রবার কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হচ্ছে পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। তিন দিনব্যাপী টুর্নামেন্টে প্রায় দেড়শ পুরুষ, নারী ও জুনিয়র বিভাগের সার্ফাররা নয়টি পদকের জন্য লড়বেন। আমেরিকার হাওয়াই সিটিতে অবস্থিত এসটিএন (সার্ফিং দ্য নেশনস) সংস্থার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন দেশ থেকে সার্ফাররা ইতোমধ্যে কক্সবাজারে এসে পৌঁছেছেন। প্রতি বছরের ন্যায় এবারো এসটিএন’র ২০ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। কক্সবাজারে তারা স্থানীয় সার্ফারদের প্রশিক্ষণ দিচ্ছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার নিসর্গ রিসোর্টের ম্যানেজিং পার্টনার মো: ফজলে রাব্বী খান সহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্ফিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ