Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের অংশগ্রহনে সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৭:০২ পিএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভের পর সিলেট জেলা প্রশাসকের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বৃন্দ অংশ গ্রহনে সম্পন্ন হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় সভা।
রবিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সন্দীপ কুমার সিংহ, ডিডিএলজি উপ-সচীব মীর মাহবুবুর রহমান। জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম সভার শুরুতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভকারী সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দকে অভিনন্দন জানান। তিনি নির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দের নিকট সরকারের চলমান উন্নয়ন প্রকল্প গুলি বাস্তবায়নে সহযোগীতা প্রত্যাশা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদসহ সিলেট জেলার প্রতিটি উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি প্রতিটি দফতরের প্রধান গন। জেলা উন্নয়ন সমন্বয় সভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সিলেটের পর্যটন বলতে গোয়াইনঘাট উপজেলাকে বুঝায়। জলারবন রাতারগুল, প্রকৃতি কন্যা জাফলং, মায়াবতী ঝর্ণা, পান্তুমাই, জল পাথরের বিছনাকান্দি, সমতল ভূমির চা-বাগান জাফলং গোয়াইনঘাট উপজেলাতে রয়েছে। ফলে দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার পর্যটক গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আসেন। কিন্তু বঙ্গবীর থেকে বিছনাকান্দি, জাফলং মামার দোকান এবং মাতুরতল বাজারের অসম্পূর্ণ অংশ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। পর্যটকদের কথা বিবেচ্য করে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ