Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে বিশ্বকাপের হাওয়া

স্পোটস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দল ঘোষণা হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিশ্বকাপের অনুশীলন শুরু করবে ২২ এপ্রিল থেকে। তবে সেই আনুষ্ঠানিকতা পর্যন্ত বসে নেই লাল সবুজের যোদ্ধরা। শুরু করে দিয়েছেন বিশ্বযুদ্ধের প্রস্তুতি। হোম অব ক্রিকেট মিরপুরে এই মুহূর্তে বইছে বিশ্বকাপের জোর হাওয়া। ক্রিকেটের মেগা আসরকে সামনে রেখে ঘাম ঝরাচ্ছেন স্টিভ রোডসের শিষ্যরা।

গতকালের কথাই ধরা যাক না। টাইগারদের আগমনে মুখর হয়ে উঠে হোম অব ক্রিকেট। সবাই এসেই সমবেত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জিমনেশিয়ামে। তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুনরা ফিটনেসে সময় কাটান। সেখানে তাদের পথ প্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। জিমনেশিয়ামে ফিটনেস ট্রেনিং শেষ করে জাতীয় ক্রিকেট একাডেমির নেটে ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল।
অবশ্য মিরাজ, সৌম্য, রুবেল, সাইফউদ্দিন ও মিঠুনকে প্রস্তুতি নিতে হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের জন্যও। আজ ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের হাইভোল্টেজ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবেন আবাহনীর এই সদস্যরা। যেখানে রূপগঞ্জের কাছে কোনোরকম পা হড়কালেই শিরোপা হাতছাড়া হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আর সেটা না হলে, অর্থাৎ ম্যাচটিতে আবাহনী জিতে গেলে, দুই দলের পয়েন্টই সমান হবে। সেক্ষেত্রে নাফিস-মুমিনুলদের শিরোপার অপেক্ষা বাড়বে। তাকিয়ে থাকতে হবে ২৩ এপ্রিলের শেষ ম্যাচটির দিকে।
আগামীকাল থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্ততি ক্যাম্পকে সামনে রেখে পরিবারের সঙ্গে ছুটি শেষে এরই মধ্যে বিসিবিতে যোগ দিয়েছেন হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার ভিল্লাভারায়ন। মারিও যোগ দিয়েছেন গত ১৪ এপ্রিল। ১৮ এপ্রিল কোর্টনি। আর স্টিভ রোডস যোগ দিয়েছেন গতকাল। তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিজিও তিহান চন্দ্রমোহন এখনো কাজে যোগ দেননি। ২৪ এপ্রিল ম্যাকেঞ্জির ঢাকা আসার কথা রয়েছে। আর তিহান আসছেন আজ। কিন্তু স্পিন কোচ সুনিল যোশি কবে আসছেন সেটি জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপের হাওয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ