নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ছয় সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। তবে ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি দুই পুরুষ খেলোয়াড় জাবেদ আহমেদ ও ইমরান হোসেন। ফলে চারজন যাওয়ার কথা থাকলেও গেছেন দু’জন নারী খেলোয়াড়। এরা হলেন- সোনম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমী। আগামীকাল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশ দলের সঙ্গে দলনেতা হিসেবে গেছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। তার সঙ্গে যুক্ত হয়েছেন দুই সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর (এজিএম ডেলিগেট) ও মাসুদুর রহমান (টিম ম্যানেজার) এবং কোচ হয়ে দলের সঙ্গে গেলেন ফেডারেশনের সদস্য আমিনুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।