Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর পত্নীতলায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৭:৫৯ পিএম

নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা । জানাগেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আশরাফ আলীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুঃ সাড়ে ১১টায় সীমান্ত পিলার ২৬০/৪ হতে আনুঃ ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩৮ হাজার টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহল দল আটক/সনাক্ত করতে সক্ষম হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ