Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস ঢালু রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। পর্তুগিজ বার্তা সংস্থা লুজা জানিয়েছে, কানিকো শহরের নিকটবর্তী একটি সড়কে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়। বাসটি ঢালু পথে গড়াতে গড়াতে একটি বাড়ির ছাদে এসে আটকে যায়। “যা ঘটেছে তা বর্ণনা করার মতো ভাষা নেই আমার। মানুষগুলো যে কষ্টভোগ করছে, তার মুখোমুখি হতে পারছি না আমি,” এসআইসি টিভিকে এমনটাই বলেছেন স্থানীয় মেয়র ফিলিপি সউজা। বাসটির আরোহী পর্যটকরা সবাই জার্মান হলেও হতাহতদের মধ্যে স্থানীয়রাও থাকতে পারেন বলে ধারণা মেয়রের। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, বাকি ১৮ জন নারী। ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান। চালক ও গাইড ছাড়াই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মাদেইরার আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো কালাদো। দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে, আহতদের দ্বীপটির প্রধান শহর ফুনশালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লুজা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্তুগালে পর্যটকবাহী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ